• সমগ্র বাংলা

ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা
  • ০১ জুলাই, ২০২৪ ২০:১৫:১২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে সোনাহাট সেতু পারে তিন গ্রামের প্রায় এক হাজার গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। তারা এসময় সোনাহাট সেতু বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ওসি রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক করেন।

বিক্ষোভকারীরা জানান, বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার পশ্চিমপার, গনাইরকুটি ও পাইকের ছড়ার কালিরহাট নামক স্থানে ইতিমধ্যে নদের ভাঙ্গনে ২০টি বাড়ি এবং ৭০/৮০ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক বাড়িঘর। তারা অনতিবিলম্বে ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবি জানান।

মন্তব্য ( ০)





  • company_logo