• সমগ্র বাংলা

পাবনায় ১০ লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ধ্বংস 

  • সমগ্র বাংলা
  • ০২ জুলাই, ২০২৪ ২১:৩২:১৭

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ১৮০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

এ ব্যাপার উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার ডিকসির বিলে অভিযান চালিয়ে ১৮০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo