• সমগ্র বাংলা

চট্টগ্রামে এভারেস্ট বিজয়ী ডাঃ বাবর আলীকে সংবর্ধনা

  • সমগ্র বাংলা
  • ০৩ জুলাই, ২০২৪ ১৫:৩৮:৫৪

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে পোর্ট সিটি সিনিয়র ক্লাবের আয়োজনে সাম্প্রতিক কালে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট ও একই সাথে বিশ্বের চতুর্থ শীর্ষ পর্বত শৃঙ্গ বিপদ সংকুল লোৎসে বিজয়ী চট্টগ্রামের গৌরব ডাঃ বাবর আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রুহুল আমিন তপনের সভাপতিত্বে ও পার্থ প্রতিম মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি ডাঃ বাবর আলী পিনপতন নিরবতায় দর্শক শ্রোতাদের তার এভারেস্ট ও লোৎসে বিজয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানের শুরুতে ডাঃ বাবর আলীর এভারেস্ট বিজয় সহ বিভিন্ন অভিযানের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজের গভর্নিং কমিটির সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম  প্রেস ক্লাবের সন্মানিত সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ সদস্য  সাইদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর, সিনিয়র ক্রীড়া সাংবাদিক  নজরুল ইসলাম, সাবেক ফুটবল খেলোয়াড় কামরুল আলম শামীম, ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে  আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর,  আব্দুস সালাম মাসুম, ক্রীড়া সংগঠক কেশব ঘোষ ও সুজিত সেন প্রমুখ। 

 

মন্তব্য ( ০)





  • company_logo