• শিশু সংবাদ

ফুটবল প্রতিযোগিতায় প্রান গেল শিশু ছাত্রের

  • শিশু সংবাদ
  • ১০ জুন, ২০২৪ ১৪:৫৪:৪৫

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজিত বঙ্গমাতা - বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বলের আঘাতে সামিউল নামে পঞ্চম শ্রেণির একজন ছাত্র প্রাণ হারিয়েছে।  আজ সোমবার দুপুরের স্হানীয় শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা চলার সময় ওই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সামিউল (১২) শাল খুড়িয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে স্হানীয় বেড়া মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, দেশজুড়ে সরকারি প্রাথমিক স্কুল পর্য্যায়ে আয়োজিত বঙ্গমাতা - বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চলমান প্রতিযোগিতার অংশ হিসেবে আজ সোমবার দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন পর্য্যায়ের প্রতিযোগিতার খেলা চলছিল শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে। খেলা চলার সময় বলে হেড করার সময় সামিউল আহত হয়।

তাকে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। সামিউল বেড়া মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্কুলের পক্ষে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে। নবাবগঞ্জ থানার ইনচার্জ তাওহীদুল ইসলাম জানান, মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা জনিত।

কেউ কোন অভিযোগ করেনি। তবে এব্যাপারে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃক্ষজনক। শিক্ষা দপ্তর থেকে তো কোন আর্থিক সহায়তা দেয়না। ব্যক্তিগতভাবে দাফন কাফনে পরিবারটিকে ৫ হাজার টাকা দিয়েছি। বিষয়টি জেলা প্রশাসকে জানানো হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo