প্রতীকী ছবি
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে প্রান্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভোরে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রান্তী শার্শার ঐ গ্রামের প্রবাসী সোহাগ হোসেনের মেয়ে।
প্রান্তীর মামা ব্যাংক কর্মকর্তা রাকিব হোসেন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে প্রান্তী মা-বাবার সাথে ঘুমিয়ে পড়েছিলো। রাত ১২ টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে তার মা-বাবা তাকে গ্রামের একটি ওঝার কাছে নিয়ে গেলে সাপে কেটেছে বলে ওঝা জানান।
পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রান্তীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক। যশোরে ভর্তির পর তার অবস্থা আরও খারাপ হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। এর পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু প্রান্তীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)