• শিশু সংবাদ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ০১ অক্টোবর, ২০২৪ ১৭:৫৬:০৩

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে জিসান বাবু নামের আড়াই বছরের এক  শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম কালপানি বজরা গ্রামে। নিহত জিসান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার(১ অক্টোবর) সকালে নিজ বাড়িতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জিসান বাবু বাইরে খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পিছনে পুকুরের পানিতে জিসান বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo