ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারীচালিত দু'টি চোরাই অটোবাইক উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৪ নভেম্বর) পাবনা শহরের দক্ষিণ রামচন্দ্রপুর ও সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনা শহরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার ইসলাম প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক (৩৩), সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় আবুল কাশেম সরদারের ছেলে সবুজ সরদার (৩৯) ও আমিনপুর থানার গোপালপুর এলাকার ইমান সরদারের ছেলে ইউসুফ আলী সরদার (৫৫)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত ২৬ অক্টোবর সকালে পাবনা শহরের শালগাড়িয়া মাঠপাড়া এলাকার জিয়াউর রহমানের গ্যারেজ থেকে একটি ব্যাটারীচালিত অটোবাইক চুরি হয়। এ ঘটনায় জিয়াউর রহমান সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জয়ন্ত চন্দ্র বর্মন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে শরীফ প্রামানিককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সবুজ সরদার ও ইউসুফ আলী সরদারকে গ্রেপ্তার করে।
পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে নাজিরগঞ্জ বাসস্ট্যান্ড এর পাশে সবুজ অটো পার্টস অ্যান্ড সার্ভিসিং সেন্টার নামের একটি দোকান থেকে পাবনা শহরের মাঠপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটোবাইকসহ দু'টি অটোবাইক উদ্ধার করা হয়।
#
ক্যাপশন: উদ্ধারকৃত দু'টি অটোবাইক সহ গ্রেপ্তার তিনজন। মঙ্গলবার দুপুরে পাবনা সদর থানায়।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনসহসহ বিভিন্ন মামলায় গ্রেফ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায়...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাট...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় ৪ নভেম্বর পা...
মন্তব্য ( ০)