ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৪ টি উপজেলা ( বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ এবং কাহারোল) পরিষদের ভোট গ্রহন। ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার র্যাব বিজিবিসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের।
বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ এবং কাহারোল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন ভাইস চেয়ারম্যান পদে ২১ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১২ জন প্রার্থী। ওই ৪ উপজেলায় ভোটার সংখ্যা ৭ লাখ ৫৩ হাজার ৩৭৮ জন।
এদিকে উপজেলা পরিষদের নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নির্বাচনী এলাকায় ছুটে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আজ সকাল ৯ টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এসময় গন মাধ্যম কর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভোটের সেই আগের মানষিকতার পরিবর্তন ঘটেছে। ভোটে মানুষের আগ্রহ বাড়ছে। কেন্দ্র দখল করা কারচুপি অনৈতিক কাজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভোটার প্রার্থী কেউ অনৈতিক কাজ পছন্দ করছেনা।
বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী বলেন, ভোটারদের ভয় পেলে সেতো ভোটে আসবেনা। এখন বিজয়ের চেয়ে সম্মানজনক অবস্হানের কথা ভাবছে অনেক প্রার্থী। বিএনপি ভোট বর্জন করতে করতে সেই সম্মানজনক অবস্হান হারিয়ে ফেলছে। তারা এখন দেশ বিরোধী প্রক্রিয়ায় জড়িত।
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালো...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
অনলাইন ডেস্কঃ বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই স...
মন্তব্য ( ০)