• লাইফস্টাইল

বজ্রপাত থেকে বাঁচার উপায়

  • লাইফস্টাইল
  • ২০ মে, ২০২৪ ১৯:০৯:১১

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ তীব্র গরমে স্বস্তি এনে দেয় এক পশলা বৃষ্টি। কিন্তু এখন বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ড বজ্রপাতও হয়। বজ্রপাতে মৃত্যুর ঘটনা হরহামেশাই ঘটছে। এ কারণে এই সময় রাস্তায় বের হলে খুব সতর্ক থাকতে হবে। 

বজ্রপাতের সময় নিজেকে রক্ষা করবেন যেভাবে-

১. বৃষ্টির সময় অনেকেই বাড়ির বাইরে বা মাঠে থাকেন। এ ক্ষেত্রে বাড়ি বা কাছাকাছি কোনও ঘরে আশ্রয় নেওয়া নিরাপদ।

২. খোলা জায়গায় থাকলে,বজ্রপাতের সময় যতটা সম্ভব নিজেকে সঙ্কুচিত করে বা কুঁজো হয়ে মাটিতে বসে পড়ার চেষ্টা করুন। শুয়ে যতটা সম্ভব নিচু হয়ে মাটির কাছাকাছি থাকলেও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে পারেন। 

৩. মনে রাখবেন, বজ্রপাতে সময় কখনওই খোলা জায়গায় বা মাঠে থাকা ঠিক নয়। 

৪. বজ্রপাতের সময় গাছের তলায় আশ্রয় নেয়া যাবে না। 

৫. কোথাও বজ্রপাত হলে বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সব স্থানে আশ্রয় নেবেন না। 

৬. গাড়িতে থাকা অবস্থায় বজ্রপাত হলে গাড়িটি নিয়ে কোনও কংক্রিটের ছাউনির নীচে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। গাড়ির ভিতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত চলাকালীন গাড়ির কাচেও হাত দেবেন না।

৭. বজ্রপাতের সময় আপনি যদি কোনও পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন, তা হলে সেখান থেকে দ্রুত সরে পড়ুন। পানি খুব ভাল বিদ্যুৎ পরিবাহী। এ কারণে যতটা সম্ভব সতর্ক থাকুন। 

মন্তব্য ( ০)





  • company_logo