ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের পথে যাত্রা ও ফোরআইআর প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ কম্পিউটার সমিতি টাঙ্গাইল শাখার আয়োজনে ১৮ মে ভিক্টোরিয়া ফুড জোন এর কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি টাঙ্গাইল জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ খালিদ হায়দার খান (রাকিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্চিনিয়ার সুব্রত সরকার। সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা সফট ম্যানুফ্যাকচারিং এন্ড এসেমব্লি ইনক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক রতন হাসান রহমান ও গ্রীণ ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মোঃ ফয়সাল খান।
সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ আনিসুর রহমান। সভায় বক্তাগণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার সফটওয়্যারের অত্যাধুনিক প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে দক্ষতা অর্জন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশ কম্পিউটার সমিতি টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান 'সহ বিভিন্ন স্কুল কলেজের আইসিটি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কম্পিউটার ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)