ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বৈশাখের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে জনজীবন। তীব্র তাপদাহে শহরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন জামালপুর জেলা ট্রাফিক পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারী মোড়, দয়াময়ী মোড় সহ শহরের বিভিন্ন এলাকা ও ট্রাফিক পুলিশ বক্সের সামনে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের আয়োজনে বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এই তীব্র গরমে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর নির্দেশে শহরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন জামালপুর জেলা ট্রাফিক পুলিশ।
তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষ বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় জেলা ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)