• প্রশাসন

কুড়িগ্রামে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সনদপত্র বিতরণ

  • প্রশাসন
  • ২৫ এপ্রিল, ২০২৪ ২২:২০:৫৪

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের ৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের ১৫ তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল, পুলিশ পরিদর্শক মোঃ নুর মোহাম্মদ সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। ১৫ তম এই কোর্সে বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করায় ৩ জনকে পুরষ্কৃত করা হয়। ১ম স্থানে পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোছাঃ আদুরী খাতুন, ২য় স্থানে নায়েক মোঃ মেহেদী হাসান ও ৩য় স্থানে ডিবিতে কর্মরত কনস্টেবল মোঃ লিমন ইসলাম।

মন্তব্য ( ০)





  • company_logo