ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করার অভ্যাস রয়েছে অনেকেরই। অনেকেই ছেলেবেলা থেকে এই নিয়ম মানে। কিন্তু এতে শরীরে কী প্রভাব ঘটে তা অনেকেই জানেন না। চলুন আজ জেনে নেওয়া যাক- ঘুম থেকে ওঠার সময় শরীরের হজম ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এই সময়ে শরীরে পানি প্রবেশ করলে তার কিছু প্রভাব পড়ে শরীরে। এর ফলে কী হতে পারে। সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে যে বিশেষ উপকারটি মেলে তা হলো এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। মলত্যাগ অনেকটাই সহজ নয়।
এখানেই শেষ নয়। পানির সঙ্গে পেটের বিভিন্ন রকম দূষিত পদার্থগুলো বেরিয়ে যায়। এতে শরীর পরিষ্কার হয়। ঘুমানোর সময় সারা রাত ধরে আমাদের পেটে নানারকম টক্সিন জমা হতে থাকে। সকালে খালি পেটে পানি পান করলে মলমূত্রের মাধ্যমে সেগুলো শরীর থেকে বেরিয়ে যায়। এতে ওজনও কিছুটা কমে। নানা ধরনের রোগের আশঙ্কা কমে।
গরমের কারণে কিছু খেতে ইচ্ছে করছে না? খালি পেটে পানি পান করলে মিলবে উপকার। এই অভ্যাসে খিদার পরিমাণ বাড়ে। ফেরে মুখের রুচিও। সারারাত ধরে শরীরের মধ্যে জমে থাকা টক্সিন ত্বকের জন্যও ক্ষতিকর। সকালে পানি পান করলে এই টক্সিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।
অনেকেই আছেন যারা ঘুম থেকে ওঠার পরই মাথা ব্যথা শুরু করে। সকালে এক গ্লাস পানি পান করলে এই সমস্যা অনেকটাই কমে। সারারাত শরীরে পানি প্রবেশ না করায় সকালে মাথায় যন্ত্রণার কারণ হতে পারে। এটি মাইগ্রেনের সমস্যা কমায়। খালি পেটে পান করলে যেহেতু শরীর থেকে আবর্জনা বেরিয়ে যায়, তাই শরীরের রোগ প্রতিরোধ শক্তিও অনেকটা বেড়ে যেতে পারে।
এতে কাজের ক্ষমতা বাড়ে। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত সকালবেলা খালি পেটে পানি পান করুন। এটি শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না। ফলে ওজন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। তবে কোনো রোগ হলে কেবল খালি পেটে পানি পান করে তা সারানো সম্ভব নয়। তাই যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ জরুরি।
রংপুর ব্যুরোঃ রংপুরের বদরগঞ্জে ৬ মাসের অন্তঃসত্ত্বা...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
মন্তব্য ( ০)