ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সোনারগাঁও উপজেলার বাংলাবাজার এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে হানাফি (রাঃ) মাযহাবের অনুসারীরা।
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেছেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন।
জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ,পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর , আড়াইহাজার ও সোনারগাঁ থেকে হানাফি (রা.) মাযহাবের অনুসারী মুসল্লিরা অংশ নেন।
হযরত শাহ সুফী মমতাজিয়া মাদ্রাসার খতিব মুফতি মাওলানা আনোয়ার হোসেন বলেন, হানাফির মাযহাবের মতে পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে তাই আজ ঈদ পালন করছি। তারা হযরত হানাফি (রা.) মাযহাবের অনুসারী। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করে আসছেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। পরে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
অপরদিকে, সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গিরদান পশ্চিম পাড়া জামে মসজিদে সকাল নয়টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন দুই শতাধিক পরিবারের লোকজন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মাওলানা আবু নাঈম।
তিনি বলেন, কোন দেশকে ফলো করে নয়, সহি হাদিসকে মেনে আজ ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০বছর যাবৎ ঈদুল ফিতর ও আযহা উদযাপন করছি।
বিনোদন ডেস্কঃ বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বাম...
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল &ndas...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালো...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
মন্তব্য ( ০)