ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যের ভিজিএফ খাদ্যশস্যের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (০৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন।
এসময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ হোসেন, টেক অফিসারসহ ঐ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মোহাম্মদপুর ইউনিয়নের কার্ডধারী ১ হাজার ৭৩৫ টি অসহায় ও দরিদ্র পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যের ১৭ হাজার ৩৫০ কেজি চাল বিতরণ করা হয়।
বিনামূল্যের ভিজিএফ চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অসহায় ও দরিদ্র মানুষেরা।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)