ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে বগুড়ায় প্রতি বছরের ন্যায় ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজের উদ্যোগে শুক্রবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকার নুরুননাহার সামস্ উদ্দিন এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
ঈদের আগে শিশুদের হাতে ভালবাসার উপহারস্বরুপ এই সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা, সমাজসেবক সাজেদুর রহমান শিপলু, সাংবাদিক ও যুব সংগঠক সঞ্জু রায়, গণমাধ্যমকর্মী সজল শেখ, ব্যবসায়ী রিজু মোল্লা প্রমুখ।
ঈদসামগ্রী হিসেবে প্রতিটি শিশুকে প্রদান করা হয় আতপ চাল, তেল, লবণ, চিনি, লাচ্ছা, সেমাই, বাদাম, কিছমিছ ইত্যাদি।
প্রতি বছর এমন মানবিক কার্যক্রম প্রসঙ্গে পরিমল প্রসাদ বলেন, সমাজের সকলের উচিত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে অপর একজন মানুষের পাশে পাশে দাঁড়ানো। আর এতিম শিশুদের দেখাশোনা করলে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই পরম প্রশান্তি প্রাপ্তি হয়। আমৃত্যু তিনি সামর্থ্য অনুযায়ী মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)