• সমগ্র বাংলা

মিরসরাইয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ০৪ এপ্রিল, ২০২৪ ২১:৪৯:২৫

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের মিরসরাইয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমে সকল শ্রেণী-পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে মিরসরাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের নব নির্বাচিত সাংসদ মাহবুব উর রহমান রুহেল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সহকারী কমিশনার ভুমি প্রশান্ত চক্রবর্তি, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ন, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান  এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম সহ উপজেলার চেয়ারম্যান, ইউপি সদস্য, সাধারণ মানুষ ও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে দেশের নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে পেনশন স্কিম চালু করেছে। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। এতে দরিদ্র জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে।

মন্তব্য ( ০)





  • company_logo