• সমগ্র বাংলা

নড়াইলের লোহাগড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • সমগ্র বাংলা
  • ০৪ এপ্রিল, ২০২৪ ১৯:২০:০৬

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল লোহাগড়া উপজেলায় মো. শাহিদুর কাজী (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ইতনা ইউনিয়নের চর-পাঁচাইল গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহিদুর কাজী উপজেলার ইতনা ইউনিয়নের চর-পাচাইল গ্রামের মো. শহিদ কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কিছু দিন ধরে পরিবার নিয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন শাহিদুর কাজী নামে ওই যুবক। এরপর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নেন তিনি। পরিবার ও স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ডাকে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo