• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

  • সমগ্র বাংলা
  • ০৪ এপ্রিল, ২০২৪ ১৫:৫৩:৩৭

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ সজল, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত ফরিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম প্রমুখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ সকল শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলা বিভিন্ন সমস্যার বিষয় উত্তাপন করে বক্তারা বলেন, ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায়, যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি, ছিনতাই, জুয়া বন্ধ সহ ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ করে পুলিশের নিরাপত্তা জোরদার করার আহবান জানানো হয়।

ঈদুল ফিতরকে কেন্দ্র করে সকলের সহযোগিতায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য থানা পুলিশ সর্তক থাকবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ তদন্ত ফরিদুল ইসলাম। এছাড়া ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে জনসাধারনের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে গণ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় যেন করতে না পারে, বেপোরায়া গাড়ি চালানো, উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দুষণ, চুরি, ছিনতাই, জুয়া ইত্যাদি যে কোন অপরাধ মুলক কাজ দমনে উপজেলা প্রশাসন সতর্ক থাকবে। ঈদ পরবর্তী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালনের লক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসুচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য ( ০)





  • company_logo