ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের বিলের মধ্যে একটি ধানক্ষেতে আছড়ে পড়েছে বাংলদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ঘটনার সময়ে ঐ বিমানে থাকা দুইজন পাইলটই অক্ষত অবস্থায় আছেন। ঘটনার পরপরই বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে দুজন পাইলটকে উদ্ধার করে যশোর নিয়ে গেছেন। বুধবার দুুপর ২ টা ৫৪ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধান খেতে এটি পড়ে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটির নম্বর ২৭২০।প্রশিক্ষণ বিমানটি যশোর বিমান বন্দর থেকে ১.৩৪ মিনিটে আকাশে উড়ে।
স্থানীয় লোকজন জানায়, দুুপর আড়াইটার দিকে তারাশি গ্রামের উপর দিয়ে বিমানটি উড়ছিলো। অনেক নীচে চলে আসায় খুব কাছে আসা বিমানটি দেখে তার আকঙ্কিত হয়ে পড়েন। পরে পাশে একটি ধানক্ষেতে কয়েক দফা নিয়ন্ত্রনের চেষ্টা করে একটি ক্ষেতের আইলে আটকে থেমে যায় বিমানটি। এ ঘটনার পরপরই একটি হেলিকপ্টার এসে বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধার করে নিয়ে যায়। বিমানটি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে বিমান বাহিনীর তবে তারা দূর্ঘটনার বিষয়ে কিছু বলতে রাজী হননি। বিকালে বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম এসে বিমানটি খুলে নিয়ে যাবার চেষ্টা করছে।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মাসুদ রানা জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রæটির কারণে ধান খেতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টর এসে দুই পাইলটকে নিয়ে গেছে। তাঁরা হলেন স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ।
সিংক- সাজেদুল ইসলাম (ওসি তদন্ত নড়াইল সদর থানা) যান্ত্রিক ত্রæটির কারণে নড়াইল সদরের তারাশি এলাকায় বিলের মধ্যে একটি প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার সুস্থ আছেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)