ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিসিসি ফার্ম এসডি-২ ঢাকা এর আয়োজনে, এসবিএসএস'র পরিচালন সহায়তায়, ওয়াটসান কমিটির সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন,উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন। বক্তব্য রাখেন, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, প্রকল্পের সিবিএস রেহানা পারভীন, দীনবন্ধু দত্ত প্রমূখ।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)