ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান নির্বাচিত হয়েছেন।
গত ফ্রেব্রুয়ারী মাসে অভিন্ন মানদন্ডের আলোকে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন, ওসি মিন্টু রহমান।
এসময় সদর মডেল থানার অফিসার ফোর্স এর ডিউটি করার জন্য একটি নিউ মডেল পিকআপ গাড়ি ও ডিউটি অফিসারের ব্যবহারের জন্য একটি কম্পিউটার জেলার শ্রেষ্ঠ ওসি মিন্টু রহমানের নিকট হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান।
১৮ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় ওসি মিন্টু রহমানকে পুরস্কার তুলে দেন- জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, পিপিএম।
মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন- পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম।
এছাড়াও সভায় শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার মোঃ বদিউজ্জামান, শ্রেষ্ঠ এএসআই শিবগঞ্জ থানার মোঃ শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ সার্জেন্ট অভিজিৎ দত্ত, জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী এসআই জেলা গোয়েন্দা শাখার ডিবি মোঃ ফয়সাল হাসান, এবং বিশেষ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), এসআই আজিম আহম্মেদ, সদর মডেল থানা, এসআই মোঃ মকবুল হোসেন পিপিএম ভোলাহাট থানা শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
সকল শ্রেষ্ঠত্বদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম।
সভায় পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম জেলা পুলিশ সদস্যদের ভালো-মন্দ বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং অতি শ্রীঘ্রই সব বিষয়ের সমাধানসহ উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
এছাড়াও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, তদন্তাধীন মুলতবি মামলাসহ অন্যান্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার।
এ সময় মোঃ আবুল কালাম সাহিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ নূরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)