প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন উঠার চেষ্টায় পা পিছলে নিচে পড়ে একজন যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী নয়ন (৪৪) বিরামপুর পৌর শহরের নতিন বাজারের বাসিন্দা হাসান আলীর ছেলে। সে একজন ডিম ব্যবসায়ী।
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বিরামপুর স্টেশনে বিরতির পর চলতে শুরু করলে যাত্রী তাতে উঠার চেষ্টা চালায় ডিম ব্যবসায়ী নয়ন। এসময় পা পিছলে নিচে পড়ে মাথা থেতলে যায় তার। উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।
পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল আযম জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে সে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)