• সমগ্র বাংলা

নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • সমগ্র বাংলা
  • ০৮ মার্চ, ২০২৪ ১৪:০৫:৪১

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিসয়কে সামনে রেখে নানা আয়োজনের মদ্যদিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শুক্রবার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি খান ফাউন্ডেশনের বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক রাজশাহীও নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির প্রথমেই সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক রাজশাহীর উদ্যোগে ঘন্টাকালব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর নারী দিবসের সকল কর্মসূচির প্রধান অতিথি জেলা প্রশাসক মো. গোলাম মওলার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া ইসলাম, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খাঁন মো: মজারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ রেজা তুহিন, শাহানাজ আক্তার নাইস, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. রোখসানা খন্দকার, জেলা মহিলা আ’লীগের সভাপতি পারভীন আক্তার প্রমুখ। পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের দিনব্যাপী মেলা ও কর্মসূচির উদ্বোধন করেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. রোখসানা খন্দকার।

মন্তব্য ( ০)





  • company_logo