• প্রশাসন

দিনাজপুরের বিরলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্টিত

  • প্রশাসন
  • ০৫ মার্চ, ২০২৪ ১৭:০৫:২৬

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল স্থলবন্দরে বিএসএফ বাহিনীর সাথে কমান্ডার পর্য্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের কর্মকর্তার। চোরাচালান বন্দ এবং সীমান্ত হত্যা বন্দে বিএসএফকে তাগিদ দিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

 আজ মঙ্গলবার দুপুরে বিরলের ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির অধিনে ৩৩০/৭-এস পিলারের বাংলাদেশের স্হল বন্দর অংশে পতাকা বৈঠকে মিলিত হন তারা।

 বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির  ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল  আহসান উল ইসলাম পিএসসি এবং ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ১৭৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পান্নলাল লক্ষরাজ সিং। এসময় উপস্থিত ছিলেন  দু-দেশের কোম্পানী ও বিওপির কমান্ডারসহ অন্যান্যরা। 

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল  আহসান উল ইসলাম জানান, সীমান্তে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখাসহ সকল প্রকার চোরাচালান, নারী শিশু মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে আলোচনা করা হয়েছে।  সম্মিলিত ভাবে দায়িত্ব পালনে এক মত পোষন করেছেন বিএসএফ কর্মকর্তারা।

মন্তব্য ( ০)





  • company_logo