• প্রশাসন
  • লিড নিউজ

টাঙ্গাইলে লৌহজং নদী পরিষ্কারকরন অভিযান শুরু করলেন জেলা প্রশাসক

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ০১ মার্চ, ২০২৪ ১৯:০৪:২৪

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লৌহজং নদী। এক সময়ের খরস্রোতা এই নদী দখল ও দুষনে মরা খালে পরিনত হয়েছে। ময়লা আবর্জনা জমে ভাগারে পরিনত হয়েছে। টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা এবং সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সহযোগিতায় লৌহজং নদী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

১ মার্চ শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন ব্রীজপার থেকে এই কার্যক্রম শুরু করা হয়। সকালে জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (০৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি'সহ বিডি ক্লিন এর প্রায় দুই হাজার সদস্য। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  প্রাথমিক পর্যায়ে হাউজিং ব্রীজপার থেকে শুরু করে বেড়াডোমা ব্রীজ পর্যন্ত পরিস্কারকরন কার্যক্রম পরিচালিত হবে এবং পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

মন্তব্য ( ০)





  • company_logo