• প্রশাসন

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রশাসন
  • ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৩৪:২৫

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে পঞ্চগড় শেরে বাংলা পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা পুষ্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর জেলা প্রশাসন, জেলা বিচার বিভাগ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ,এছাড়াও  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস,সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, জেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সকল বীর শহীদদের স্বরণে দোয়া ও মুনাজাত করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo