ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ দখলদারদের নিকট হতে প্রায় ১০ (দশ) কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলার ডেমরা রাজস্ব সার্কেল। উদ্ধারকৃত খাসজমির পরিমাণ ৮২.৯২ শতক।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান এর নির্দেশে ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজাস্থ সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয় যার আনুমানিক বর্তমান বাজার দর ১০ কোটি টাকা।
ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান জানান সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সমস্ত খাসজমি উদ্ধার করা হবে।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শিবলি সাদিক এর সার্বিক দিক নির্দেশনায়, ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেন। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দুজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)