ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শিল্পী সমিতির সদস্যদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও শিল্পী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই শিল্পীদের পাশে আছে এবং থাকবে। আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে আরো এগিয়ে নিতে এবং কুড়িগ্রামের সংস্কৃতি বিকাশকে আরো আলোকিত করতে জেলা পুলিশ সবসময় শিল্পীদের সাথে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতির জনাব অলক কুমার দেব, ভূপতি ভুষন, সুষ্মিতা সরকার, প্রতিমা চৌধুরী, নাজমুল হুদা, সুমন্ত চন্দ্র দাস, দুলাল চন্দ্র বর্মন, হিমু, সুজিতা রায়, মাহফুজা আক্তার, অজয় কুমার সরকার, আজাদ আলী, সাজু আহম্মেদ সরকার, ফেরদৌসী খাতুন, স্মৃতি খাতুন, নিহার রঞ্জন বর্মা, দেবাশীষ কুমার রায় সহ অন্যন্য সদস্যবৃন্দ।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)