• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দিনাজপুরে অসহায় ৭শত শীতার্ত পরিবারের মাঝে বিজিবির কম্বলসহ শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৩ জানুয়ারী, ২০২৪ ১৮:২৪:৩১

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরে বিরাজমান মৃদু শৈত প্রবাহে কনকনে শীতে কাহিল সীমান্তবাসি দুঃস্হ অসহায় পরিবারের মাঝে কম্বলসহ শীত নিবারনি শীতবস্ত্র বিতরন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার সকালে বিরলের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে ৭শত পরিবারের মাঝে শীত বস্ত্র তুলে দেন বিজিবির রংপুরের (উত্তর-পশ্চিম) রিজিওয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি। এসময় উপস্হিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর এবং ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আহসানুল ইসলামসহ অন্যান্যারা।

দিনাজপুরের বিরল উপজেলায় বিজিবি'র এনায়েতপুর বিওপির আওতাধীন এলাকায় বসবাসরত ৩৫০ জন শীতার্ত ও ১৫০ জন অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং বাচ্চাদের জন্য ২শটি মাফলার এবং কানটুপি বিতরণ করা করেছেন বিজিবি কর্মকর্তারা

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। গত কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে বিপর্যস্থ অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবি'র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।  

মন্তব্য ( ০)





  • company_logo