ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে আজ বুধবার সকালে শাকিল হেম্ব্রম নামে একজন আদিবাসী যুবকের উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে গতকাল নিখোজ ছিল সে।
শাকিল হেম্ব্রম (২২) বীরগঞ্জে মাকড়াই গ্রামের হােপনা হেম্ব্রমের ছেলে।
বীরগঞ্জ থানার ইনচার্জ মুজিবুর রহমান জানান, মাকড়াই শাল বাগানের একটি পুকুরে সকালে মাছ ধরতে নেমেছিল জেলেরা। এসময় একটি লাশ জালে উঠে আসে। পরে জানা যায় লাশের নাম।পরিচয়। তবে তাৎক্ষনিকভাবে মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি। সুরতহাল রিপোর্টে কোন আলামত দেখা যায়নি। মৃত্যুর কারন জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।
এদিকে মৃত শাকিলের বড় ভাই আরিফ হেম্ব্রম জানান, তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মােনার পুকুরে মাছ পাহারা দিত। সোমবার রাতে বাড়ী থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। আজ বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ পেয়েছেন তারা।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষন...
মন্তব্য ( ০)