• সমগ্র বাংলা

রাণীনগরে হুইল চেয়ার বিতরণ

  • সমগ্র বাংলা
  • ০৩ জানুয়ারী, ২০২৪ ১৪:১৭:৩১

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে হুইল চেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে অনুদান ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৯জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১২জন সদস্যদের মাঝে অনুদান হিসেবে ২৪হাজার টাকা ও ৯৬জন মানুষের মাঝে সুদমুক্ত ১২লাখ ১৩হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, তথ্য আপা জেবুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo