• শিক্ষা

বশেমুরবিপ্রবিতে প্রথম মেধাতালিকায় ভর্তি ৬৭৪ জন

  • শিক্ষা
  • ১৩ নভেম্বর, ২০২২ ১০:০৩:০৮

ছবিঃ সিএনআই

মেজবা রহমান, বশেমুরবিপ্রবিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের  ১ম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে এবার তালিকা ভিত্তিতে ভর্তির হার কমেছে।
বিষয়টি স্নাতক ২০২১-২২শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়।

শনিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩২৫ নাম্বার রুমে ভর্তি সংক্রান্ত  কার্যক্রম শেষ হয়। এর আগে গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১ম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ঐ দিন থেকেই ভর্তি প্রক্রিয়ার  আহবান করা হয়। এবছর  এই তালিকায় আর্কিটেকচার বিভাগ ও কোটা ব্যাতীত  মোট ১৩৫৫ জনের নাম প্রকাশ করা হয়।  তালিকা অনুযায়ী ভর্তির জন্য  মোট ৬৭৭ জন টাকা জমা দেয়। তবে ভর্তির ক্ষেত্রে  মোট ৬৭৪ জন ভর্তি হন।

বিভাগ অনুযায়ী ভর্তি হওয়া মোট শিক্ষার্থী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এ ১৫জন, কৃষি বিভাগ ২১ জন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন বিভাগে ২৪  জন, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৬ জন, বাংলা বিভাগে ২৭  জন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে ১৯ জন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে  ১৭ জন, বোটানি বিভাগে  ২১ জন পদার্থবিজ্ঞান বিভাগে  ২৪ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে  ২১ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে  ২৪ জন,  অর্থনীতি বিভাগে ২৮ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯ জন, ইংরেজি বিভাগে ১৩ জন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ২৪ জন, ফিন্যান্স  এন্ড ব্যাংকিং বিভাগে ১৪ জন, ফিশারিজ এন্ড মেরিন বায়ো সাইন্স বিভাগে ২৩ জন, ফুড এন্ড এগ্রো-প্রসেসিং বিভাগে ১৮  জ,  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২৩ জন, আইন বিভাগে ১৭  জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ১৭ জন,মার্কেটিং বিভাগে ২২ জন, ফার্মেসি বিভাগে ৯ জন, রসায়ন  বিভাগে ১৭ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩০ জন, মনোবিজ্ঞান বিভাগে ২৩ জন, লোক প্রশাসন বিভাগে ৩৪ জন, সমাজকর্ম বিভাগে ২৮ জন পরিসংখ্যান বিভাগে ১৮ জন ও ট্যুরিজম এন্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগে ২৩ জন ভর্তি হয়েছেন। অন্যদিকে আর্কিটেকচার বিভাগে মূল পরীক্ষাসহ ব্যাবহারিক পরীক্ষা থাকায় পরবর্তীতে ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তির পরিমাণ কমার বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, গুচ্ছ পদ্ধতিতে অনেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। তাছাড়া টাকা জমা দেওয়ার পরেও কয়েকজন অন্যান্য বিশ্ববিদ্যালয় পছন্দের শীর্ষে থাকায় ভর্তি হয়নি। তবে পরবর্তী তালিকা ও কোটা ভেদে এসব আসন  পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo