• সমগ্র বাংলা

বগুড়ায় ধানের শীষের প্রচারণায় সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ায় ধানের শীষের প্রচারণায় ব্যতিক্রমী সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সনাতনী যুব সমাজের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের চেলোপাড়া মিশন স্কুল মাঠে এই আয়োজনে সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী পুরুষ প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।

বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া সদর আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করে এসময় বাদশা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর যাবত বগুড়া বঞ্চিত ও অবহেলিত এলাকা হিসেবে গণ্য হয়েছে। বগুড়া পৌরসভা অনেক আগে সিটি কর্পোরেশন হওয়ায় যোগ্যতা অর্জন করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষের এই উন্নয়ন বঞ্চনার গল্প এবার তারেক রহমানের হাত ধরেই অবসান হবে। তিনি বগুড়ার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তারেক রহমানকে যদি আমরা রেকর্ড পরিমাণ ভোট দিতে বিজয়ী করতে পারি তাহলে এই জেলাকে আমরা মর্যাদা পূর্ণ আসনে প্রতিষ্ঠিত করতে পারব। এই বগুড়ার এখনো অনেক উন্নয়ন বাকি। জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, ঢাকা বগুড়া রেলপথ প্রকল্প যা দীর্ঘ বছর ধরে ধীর গতিতে চলছে যা দ্রুত বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণের পাশাপাশি ফুটবল খেলোয়াড়দের জন্য আলাদা একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করতে হবে।

এছাড়াও বগুড়ায় যে বিমানবন্দর রয়েছে সেখানে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু করতে হবে। যার সবকিছুই বাস্তবায়ন হবে যদি এই এলাকায় ধানের শীষ বিজয়ী হয়। জেলা বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, একটি দল জান্নাত এর টিকিট বিক্রি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা বলছে সব দল দেখা শেষ তাদের একটিবার সুযোগ দেয়া হোক অথচ সেই দলের আসল রূপ বাংলার জনগণ ১৯৭১ সালেই দেখেছে। ধর্মের দোহাই দিয়ে যারা মানুষের সাথে প্রতারণা করছে সেই সব দলের লোকজনের থেকে সাবধান হওয়ার আহ্বান জানান বাদশা। সমাবেশে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে সম্প্রীতির সাথে এই দেশে নির্বিঘ্নে বসবাসের নিশ্চয়তা দিয়ে জানান, বাংলাদেশের নাগরিক সকলের সমান অধিকার রয়েছে। এই দেশ যেমন মুসলমানের তেমনি সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষেরও। সবার আগে বাংলাদেশ শ্লোগানে তারেক রহমান যেভাবে ইতিবাচক অগ্রযাত্রার পথে চলছেন সেই যাত্রায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরি হিরু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, নববৃন্দাবন হরিবাসর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর দাস এবং জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি।

মন্তব্য (০)





image

বগুড়ায় অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও মতবিনিম...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শ...

image

পাবনায় নদীতে বাঁশের বেড়া দিয়ে চুরি, ডাকাতি ঠেকাতে গ্রামবা...

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রা...

image

কালীগঞ্জে তরুণ ভোটারদের সঙ্গে বিএনপি প্রার্থী মিলনের মতবি...

গাজীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ ভোটারদের...

image

মুক্তাগাছায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ...

image

র‌্যাবের অভিযানে বাঁশবাগান থেকে পিস্তল উদ্ধার

নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীর জলঢাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব...

  • company_logo