• সমগ্র বাংলা

কালীগঞ্জে তরুণ ভোটারদের সঙ্গে বিএনপি প্রার্থী মিলনের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীদের অধিকাংশই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট ভোটার তালিকার একটি বড় অংশ তরুণ। বিশ্লেষকদের মতে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই নতুন ভোটাররাই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, “তরুণরা শুধু ভোটার নয়, তারাই আগামী দিনের নেতৃত্ব দিবে। দেশের প্রতিটি অর্জনে তরুণদের ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-সব ক্ষেত্রেই তরুণরাই ইতিহাস গড়েছে।”

তিনি আরও বলেন, “তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে পারলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তাই তরুণদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

মতবিনিময়কালে তরুণরা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার উন্নয়ন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রার্থী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণরা জানান, এমন উন্মুক্ত আলোচনার মাধ্যমে তারা তাদের কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়েছেন, যা আগামী নির্বাচনে অংশগ্রহণে তাদের আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে ছাত্রদল নেতা আবুবকর সিদ্দিকির পরিচালনায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও মতবিনিম...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শ...

image

বগুড়ায় ধানের শীষের প্রচারণায় সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্য...

image

পাবনায় নদীতে বাঁশের বেড়া দিয়ে চুরি, ডাকাতি ঠেকাতে গ্রামবা...

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রা...

image

মুক্তাগাছায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ...

image

র‌্যাবের অভিযানে বাঁশবাগান থেকে পিস্তল উদ্ধার

নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীর জলঢাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব...

  • company_logo