• সমগ্র বাংলা

জামালপুরে কৃষি ব্যবসায় জেন্ডার সংবেদনশীলতা বাড়াতে বেসরকারি খাতের সাথে মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের কৃষি ব্যবসায় জেন্ডার সংবেদনশীলতা বাড়াতে বেসরকারি খাতের সাথে মতবিনিময় সভা ‍অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের আশার আলো ট্রেনিং সেন্টারে কৃষি উপকরণ ও বীজ বিপণনকারী বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিদের নিয়ে ‘সহায়ক জেন্ডার নর্মস বা প্রথা’ বা জেন্ডার সংবেদনশীলতা অভিযোজন বিষয়ক একটি ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়। 
 
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর অর্থায়নে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে বাস্তবায়িত ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন)’ প্রকল্প এই সভার আয়োজন করে।

সভায় কৃষি ব্যবসায় জড়িত বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হায়কেম বাংলাদেশ, এসিআই সিডস, পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড, এ.আর. মালিক সিডস এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও ব্র্যাক-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।
 
এ সময় এ.আর. মালিক সিডসের প্রতিনিধি খায়রুল ইসলাম বলেন, "আমার মনে হয় আমাদের উপজেলা পর্যায়ে নারী কর্মী নিয়োগ দেওয়া সম্ভব।  নারীরা অন্য নারীদের সাথে আরও কার্যকরভাবে কথা বলতে এবং তাদের প্রভাবিত করতে পারেন। বর্তমানে আমাদের কৃষক দলগুলোতে শুধু পুরুষরাই আছেন, এখন থেকে আমরা নারীদেরও সম্পৃক্ত করব।"
 
অন্যদিকে, মাঠ পর্যায়ে নারীদের কাজের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, "বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নারী সেলস এজেন্টদের নিয়ে কাজ করা কিছুটা কঠিন। তবে আমরা অন্য সকল ক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করব। এই ধরনের সহায়তার জন্য আমরা জেসমিন প্রজেক্টকে ধন্যবাদ জানাই।"
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিশেষজ্ঞ ড. পরিমল সরকার। তিনি ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস বা অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থা উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সভায় ওয়ার্ল্ড ভিশনের ‘মেন কেয়ার অ্যাপ্রোচ’ এবং বেসরকারি খাতের জন্য তৈরি ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (WEE)’ প্রশিক্ষণ ম্যানুয়ালের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
 
জেসমিন প্রকল্পের আওতায় তৈরি এই প্রশিক্ষণ ম্যানুয়ালটিতে ৬টি সেশন রয়েছে। এটি নারী উদ্যোক্তা এবং তাঁদের পুরুষ সঙ্গীদের (বাবা কিংবা স্বামী) ব্যবসায়িক ও পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। ম্যানুয়ালটি মূলত ‘চেঞ্জমেকার ফ্যামিলি’ মডিউল থেকে অভিযোজিত এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন কৌশল ও কারিকুলাম অভিযোজন গবেষণার ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেন্ডার অফিসার মোছা. সাদেকা বেগমের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, কৃষি ও ব্যবসায় নারীদের অংশগ্রহণ বাড়াতে পুরুষদের সহযোগী মনোভাব এবং জেন্ডার সংবেদনশীল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।
 
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি ২০২৬ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে একই বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিনিধিরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং জেসমিন প্রকল্পের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে উপস্থিত প্রতিনিধিরা ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (WEE)’ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণে সম্মতি জ্ঞাপন করেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহের মুক্তাগাছা জামায়াত প্রার্থীর গণমিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াত...

image

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায়...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাব...

image

বগুড়ায় দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: টাকা ও গহনা লুট

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার গাবতলীতে এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘ...

image

সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে...

বগুড়া প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পা...

image

বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

বগুড়া প্রতিনিধি : বগুড়া ৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ...

  • company_logo