• সমগ্র বাংলা

চট্টগ্রামে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল ১২টায় সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের সকল সম্ভাব্য প্রার্থী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী, অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, অধিনায়ক, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল; রূপন কুমার দাশ, যুগ্ম জেলা ও দায়রা জজ ও চেয়ারম্যান, ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি, চট্টগ্রাম-১৫ এবং সানজিদা আফরোজ বৃষ্টি, সিভিল জজ, চট্টগ্রাম।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (চট্টগ্রাম-১৫); মোহাম্মদ রাজিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, চন্দনাইশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (চট্টগ্রাম-১৪)।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী কমিশনার (ভূমি) লোহাগাড়া, চন্দনাইশ ও সাতকানিয়া, সার্কেল সহকারী পুলিশ সুপার, আচরণবিধি ম্যাজিস্ট্রেট (৩ জন), সেনা ক্যাম্প কমান্ডার, এনএসআই, ডিজিএফআই ও বিজিবির প্রতিনিধিগণ।

এছাড়াও পিডিবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণ, ব্যাংকের প্রতিনিধি, সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী আচরণবিধি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায়...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাব...

image

বগুড়ায় দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: টাকা ও গহনা লুট

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার গাবতলীতে এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘ...

image

সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে...

বগুড়া প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পা...

image

বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

বগুড়া প্রতিনিধি : বগুড়া ৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ...

image

টেকনাফ সৈকত থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ  সৈকত থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর লাশ উদ্ধার...

  • company_logo