• সমগ্র বাংলা

শীতার্ত মানুষের পাশে লংকাবাংলা ফাউন্ডেশন, কম্বল পেল তিন শতাধিক অসহায় পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁওয়ের নিম্নআয়ের মানুষের জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ। কনকনে ঠান্ডায় দিনমজুর, রিকশাচালক, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় মানুষের নিত্যদিনের সংগ্রাম যেন টিকে থাকার লড়াইয়ে রূপ নিচ্ছে। এমন বাস্তবতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন।

শুক্রবার ১৬ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীত নিবারণের এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় তিন শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

সকাল থেকেই কম্বল পাওয়ার আশায় মাঠে জড়ো হতে থাকেন অসহায় মানুষজন। কারও গায়ে ছিল পাতলা জামা, কারও হাতে ছোট শিশু। শীতের ক্লান্তি স্পষ্ট ছিল তাঁদের চোখেমুখে। কম্বল হাতে পেয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।উপকারভোগীদের অনেকের ভাষায়, এই সহায়তা না পেলে শীতের রাত পার করাই কঠিন হয়ে পড়ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ রশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দিনাজপুর শাখার প্রধান মো. মোর্শেদ জামিল।

বিশেষ অতিথির বক্তব্যে মো. মোর্শেদ জামিল বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দিনাজপুর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. জোবায়দুল হক স্বপন, মিডিয়া ও প্রচার সম্পাদক আরিফ হাসান, মোহাম্মদ জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে কর্পোরেট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিদের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করে।

কম্বল পাওয়া একাধিক উপকারভোগী বলেন, শীতের রাতে ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। আজ কম্বল পেয়ে অনেক উপকার হলো। অন্তত এই কয়েকটা দিন একটু স্বস্তিতে থাকা যাবে।

শীতের দিনে এমন মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং কঠিন সময়েও পাশে থাকার একটি আশার বার্তাও পৌঁছে দিয়েছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে জেন-জি'র উদ্যোগে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে তারুণ্যের পিঠা উৎসব অ...

image

কালীগঞ্জে মেলার ভেতর কুপিয়ে জখম-যুবকের হাতের পাঁচ আঙুলে গ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল ...

image

সকালের হাঁটায় নেমে আর ফেরা হলো না: কালীগঞ্জে ট্রেনের ধাক্...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সকালে নিয়...

image

পাবনা-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ আসনের ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি মনোনী...

image

নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ ...

নিউজ ডেস্কঃ নিখোঁজের ২১ দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মা...

  • company_logo