• সমগ্র বাংলা

কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে পেশাজীবী শ্রেণি ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন।

সভায় জেলা প্রশাসক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে, যা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি বড় সুযোগ।

তিনি আরও জানান, গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য তুলে ধরে বলেন, সচেতনভাবে ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। গণভোটের সফলতা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি মত প্রকাশ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে গণভোট ও নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ...

image

ফরিদপুরের মধুখালীতে উচ্ছেদ ও হামলা আতংকে দুই পরিবার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোল...

image

ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপ...

image

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ১ আহত ৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জের পিকআপের ধাক্কায় অট...

image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ত সুরক্ষা ও অবৈধ অস্ত্র ...

বেনাপোল প্রতিনিধি :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ত সুরক্ষ...

  • company_logo