• সমগ্র বাংলা

বগুড়ায় যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর ভাবে গড়ে তুলতে তারেক রহমান সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে সেই অবস্থা থেকে দেশকে সঠিক পথে আনা কঠিন হলেও অসম্ভব নয়। তরুণদের সামনে রেখে সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণে তারা তৃণমূলে তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

রাজশাহী বিভাগের যুবদলের ৯টি ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় মোনায়েম মুন্না আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে সেটিও একটি সুক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল প্রস্তুত রয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সময় মুন্না বলেন, জুলাই আন্দোলন শুরুর পর তা বেগবান করে চূড়ান্ত সফলতা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারেক রহমান। ছাত্র জনতার সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে ধাবিত করেছিলেন তিনি। আর এখানে যুবদলের প্রতিটি ইউনিটের ব্যাপক অবদান রয়েছে। বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে যা ইতিমধ্যেই বিএনপির শীর্ষ নেতারা তাদের বক্তব্যে বারবার পরিষ্কার করেছেন। পিতৃভূমিতে তারেক রহমান কবে আসবেন জানতে চাইলে যুবদলের শীর্ষ এই নেতা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন। তবে আনুষ্ঠানিক প্রচারণা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিলেট বিভাগ থেকেই শুরু হবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসবেন তিনি। তবে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে অবশ্যই নির্বাচনী জনসভায় অংশ নিবেন তাদের অভিভাবক তারেক রহমান।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সভার সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
সভায় সাংগঠনিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বদা নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে মাঠ পর্যায়ে কাজের বিষয়ে নির্দেশনা দেন যুবদল সভাপতি। মুন্না বলেন, যুবদল সারা দেশের মাঝে বৃহৎ একটি সংগঠন। বৃহৎ এই জনবলের প্রধান কাজ হবে সাধারণ মানুষের দোরগোঁড়ায় গিয়ে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করা।

বিভাগীয় এই মতবিনিময় সভা প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দরা নতুন করে উজ্জীবিত হচ্ছেন। কেন্দ্রীয় যুবদল সভাপতি নিজেই সাংগঠনিক মতবিনিময়ের মাধ্যমে সকলের কাছে তাদের অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। যেহেতু আগামী নির্বাচন সকলের জন্যই একটি বড় চ্যালেঞ্জ যা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। বগুড়া সদর থেকে যেহেতু তারেক রহমান নিজেই নির্বাচনে অংশ নিবেন তাই তাদের কাঁধে দায়িত্ব কিছুটা বেশি। তাই সুসংগঠিতভাবে তারা আগামী প্রতিটি দিন পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

জন নিরাপত্তার নিশ্চিতকরনে দিনাজপুরে বহর নিয়ে পুলিশের মহড়া

দিনাজপুর প্রতিনিধি : নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে...

image

ফ্যামিলী কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকুরীর অধিকার দিতে ...

পাবনা প্রতিনিধি : ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল...

image

গ্রামীণ ঐতিহ্যের শক্তি, অর্থনীতির চালিকাশক্তি: বিনিরাইলের...

গাজীপুর প্রতিনিধি : আড়াইশ বছরের বেশি সময় ধরে ...

image

ডিএমপি'র এডিসি'র সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে ফেঁসে গেলেন হা...

লালমনিরহাট প্রতিনিধি : ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)...

image

রাণীশংকৈলে জাল দলিল সহ দালাল আটক

ঠাকুরগাঁও প্রতিসিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্...

  • company_logo