ছবিঃ সংগৃহীত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগে এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের নামে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৫০–৬০ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে বলা হয়, ৮ জানুয়ারি রাতে দোয়া মাহফিল শেষে ফেরার পথে বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজ এলাকায় রাজুর গাড়ির গতিরোধ করে হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুর ও গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।
এম এ হাশেম রাজু বলেন, “আমি বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। পরিকল্পিতভাবে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, “রাজুর গাড়িতে কথিত হামলার সঙ্গে এলডিপি ও জামায়াতসহ ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়। অভিযোগে এমন লোকের নাম দেওয়া হয়েছে, যারা ঢাকায় ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকায় ঈদের সময়ও এলাকায় আসতে পারেন না। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।”
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “বাদী হয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তবে অভিযোগ দায়েরের তিন দিন পার হলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর ভাবে গড়ে তু...
ঠাকুরগাঁও প্রতিসিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন করে চট্...
লালমনিরহাট প্রতিনিধি : সীমান্তে নজরদারি বৃদ্ধি,চোরাচালান রোধ ও নিরাপত্তা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : তীব্র শীতেও খোলা আকাশের নিচে বসবাস করা ন...

মন্তব্য (০)