প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদীতে গতকাল সোমবার উদ্ধার অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশে পরিচয় বের হয়েছে। তবে অজানা রয়েছে হত্যার কারন।
দুই যুবকের মধ্যে মোহাম্মদ রাসেল মিয়া (২৫) ৭ নং উপশহরের ফুলবাড়ী বাস স্ট্যান্ড বসবাসকারি সাইদুল ইসলামের ছেলে। অন্যজ আল আমিন (২৮) নিমনগর দক্ষিণ বালুবাড়ী লাইন পাড়ের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে। তারা ঘনিষ্ঠ বন্ধু।
গতকাল সোমবার চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষীতলা ব্রীজের কাছে আত্রাই নদীর সেতুর কাছে দুজনের লাশ অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করেছিল স্হানীয় থানা পুলিশ।
চিরিরবন্দর থানার ইন্সপেক্টর ( তদন্ত) আহসান হাবিব জানান, অজ্ঞাত পরিচয় লাশ সনাক্তে সিআইডির বিশেষ টিমের সহায়তায় ফিঙ্গার স্ক্যান করেও ওই দু'লাশের পরিচয় বের করা সম্ভব হয়নি। বিকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পরিধানের পোষাক দেখে লাশ সনাক্ত করেছে স্বজনরা।
পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাসেল মিয়া এবং আল আমিন প্রায় একত্রে বের হয়ে ৫/৭দিন পরে বাড়ী ফিরতো। গত ৬ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে তারা এক সঙ্গে বাড়ী থেকে বেরিয়ে গিয়েছিল। তারা ফিরেনি, তাদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল সোমবার পরিবারের স্বজনরা বিচলিত হয়ে থানায় নিখোজের জিডি করতে চেয়েছিল। পাশাপাশি হাসপাতালের মর্গের অজ্ঞাত লাশ আসলে জানানোর জন্য ডমককে মোবাইল নম্বর দিয়ে রেখেছিল। ডমের মাধ্যমে দুই জনের লাশের খবর পেয়ে স্বজনরা মর্গে গিয়ে পরনের পোষাক দেখে লাশ সনাক্ত করেছে। টানা কয়েকদিন লাশ পানিতে ডুবে থাকায় চেহারা বিকৃত হয়ে পড়েছিল ওই দুজনের লাশ। হত্যার কারন জানতে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে গরু চুরি করতে এসে গণপি...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি ব...
চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে রায়হান (৪০) নামে এক যু...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্...

মন্তব্য (০)