ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে রায়হান (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর সড়কে এ ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়হান মোল্লাকে(২৪) পড়ে থাকতে দেখে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রায়হান নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার মেছের আলীর ছেলে। বর্তমানে রায়হান পরিবার নিয়ে ফতুল্লার তল্লা এলাকায় বসবাস করতেন। নিহত রায়হান পেশায় একজন বাবুর্চি ছিলেন।
রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ইজিবাইক চালক কবির বলেন, ‘রাত সোয়া ৮টায় ইসদাইর সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রোহানকে পড়ে থাকতে দেখে আমার ইজিবাইকে তুলে দেয়। পরে আমি তাকে খানপুর হাসপাতালে নিয়ে আসি। পরে তাকে মৃত ঘোষণা করেন।'
খানপুর হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাহাদাত বলেন, ‘নিহতের মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। মনে হচ্ছে ধারালো কোনো অস্ত্রের আঘাত। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
এদিকে নিহতের ছেলে সাব্বির অভিযোগ করেন, ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে পূর্ব শত্রুতা ছিলো। এর আগে একবার হামলা করেছিলো।এবার তারাই আবার হামলা করেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্...
মানিকগঞ্জ প্রতিনিধি : যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদ...
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর উ...

মন্তব্য (০)