• লিড নিউজ
  • জাতীয়

তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই: ইসি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

‎শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’

‎এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

‎এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) তিনটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। গতকাল শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তার এই তিন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

‎বিএনপি জানায়, শনিবার তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। এদিন প্রথমে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন তিনি। সেখানে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ নেতা।

‎কবর জিয়ারত শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।

‎নির্বাচন ভবনের কার্যক্রম শেষে রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) যাবেন তিনি। সেখানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।

‎গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। আজ বিকেলে তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।

‎গতকাল শুক্রবার বিকেলে তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে রওনা করেন তিনি। তবে সেখানে সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিকেল ৫টা ৬ মিনিটের দিকে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা করেন বিএনপিনেতারা। এরপর রাতে স্মৃতিসৌধে পৌঁছে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর তিনি নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

‎১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। তার সঙ্গে ঢাকায় ফেরেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য ও আত্মীয়-স্বজনরা।

‎বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান চলে যান পূর্বাচলে ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে। সেখানে বিপুল নেতাকর্মী তাকে সংবর্ধনা দেন। এরপর তিনি মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে মায়ের পাশে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

‎দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে থাকছেন। এই বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত। এই বাড়িতে থেকেই তিনি দল ও তার নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo