ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের প্রায় সব নদীতে ঘন কুয়াশার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। এই কারণে ঢাকা চাঁদপুর, ভোলা বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে। ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙ্গর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের নৌ চলাচল স্বাভাবিক করা হবে বলেও মন্তব্য করেন বাবু লাল বৈদ্য।
এর আগে, বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার ডিজিএম আবদুস সালাম জানান, সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে থেমে থেমে কুয়াশা দেখা দিচ্ছিলো। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীর মাঝে মার্কিন বাতি বা লাইট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া প্রান্তে ছয়টি এবং মাঝনদীতে তিনটি ফেরি আটকে আছে।
তিনি আরও বলেন, কুয়াশার তীব্রতায় নৌপথ সম্পূর্ণভাবে ঢেকে পড়ে এবং মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে যে কোনো ধরনের নৌদুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলেও আশা প্রকাশ করেন উপমহাব্যবস্থাপক।
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত...
নিউজ ডেস্কঃ শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ...
নিউজ ডেস্কঃ দেশের বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার (২...
নিউজ ডেস্কঃ ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে এসেছেন বিএ...
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য মেয়ে জাইমা রহমান...

মন্তব্য (০)