ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের ছয়টি ইউনিয়নের বাসিন্দাদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়োস্কোপের মাধ্যমে নাটিকা প্রদর্শন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সচেতনতামূলক এই কমিউনিটি ভিডিও শো প্রদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ধারাবাহিক ভাবে উপজেলার একডালা, কালিগ্রাম, বড়গাছা, রাণীনগর, গোনা ও মিরাট ইউনিয়ন পরিষদে এই বায়োস্কোপ অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত গোনা ইউনিয়নের ঘোষগ্রাম বাজারে আয়োজিত বায়োস্কোপের মাধ্যমে নাটিকা দেখার জন্য এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আদালতমুখী করাই এমন আয়োজনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে “নারীর ভরণ-পোষণ” বিষয়ে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে নারীর অধিকার, পরিবারের দায়িত্বশীলতা ও স্থানীয় পর্যায়ে বিচার প্রাপ্তির সুযোগ নিয়ে সম্পর্কে আগত দর্শকরা জানতে পারেন।
নাটিকা শেষে অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। গ্রাম আদালতের সেবা, ভূমিকা ও প্রয়োগ নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। সঠিক উত্তরদাতাদের তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয় যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। প্রতিটি আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা (গ্রাম আদালত) কোঅর্ডিনেটর যবনিকা রাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
এমন আয়োজনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম ও সেবা প্রাপ্তি সম্পর্কে অনেক উপকৃত হবেন বলে জানান অনুষ্ঠানে আগত দর্শকরা। দর্শকদের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আশ^াস প্রদান করেন আয়োজকরা।
পাবনা প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলার জগতলা সিদ্দিকীয়া দ্বি-মুখী দাখিল মাদ্...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বা...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ...
বেনাপোল প্রতিনিধি : তিন মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

মন্তব্য (০)