ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষামূলক কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় ‘নবযুগ মিলনায়তনে’ এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ভূমিকম্প ও অগ্নিকাণ্ড—উভয় দুর্যোগেই পূর্বপ্রস্তুতির অভাব বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ব্যক্তিদের বাস্তব জ্ঞান আত্মরক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।” ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের আশ্বাসও দেন তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম)। সমন্বয়ক ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষক, কর্মকর্তা, রোভার স্কাউট ও শ্রেণী প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনের খেলার মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষার উপর ভিত্তি করে মহড়া অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে মহড়ার উদ্বোধন করেন। পরে ময়মনসিংহ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের দল মহড়ায় অংশ নেয়। শিক্ষার্থীদের হাতে–কলমে আগুন নেভানোর কৌশল এবং বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার শেখানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন...
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ...
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ...
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সং...

মন্তব্য (০)