ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গতকাল সকালে ফার্মগেটের মেট্রো স্টেশন থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে এক পথচারীর মৃত্যু হলে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর এদিন বিকেলে আগারগাঁও-উত্তরা উত্তর এবং শাহবাগ–মতিঝিল অংশে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়। এদিকে শাহবাগ–আগারগাঁও অংশে ট্রায়াল চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সড়কে দেখা গেছে তীব্র যানজট।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিরপুর ১০, কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এর মধ্যেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, আজ (সোমবার, ২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা-মতিঝিল রুটে নিরবচ্ছিন্নভাবে মেট্রো চলাচল শুধু হয়েছে।
এছাড়া, মেট্রো চলাচলের বিষয়টি এখন টিভিকে নিশ্চিত করেছেন ডিএমটিসিএল’র জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন। তিনি জানান, ট্রায়াল রান শেষে কোনও ক্রুটি না পাওয়ায় আজ বেলা ১১টা থেকে নগরবাসীর সেবায় মেট্রো চলাচল পুনরায় শুরু হয়েছে।
এদিকে ডিএমটিসিএল’র ফেসবুক পেজে জানানো হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ সোমবার বেলা ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
মেট্রো না থাকায় সকাল থেকেই আগারগাঁওয়ে অনেক যাত্রী যানবাহনের অভাবে সড়কে আটকা পড়েন। বেসরকারি চাকরিজীবী আবিদুল আলম বলেন, পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোতে এলাম। কিন্তু এখন কোনো গাড়ি পাচ্ছি না। অনেক মানুষ এখানে আটকা। আমার অফিস কারওয়ান বাজারে, জানি না কখন পৌঁছাব, হয়তো হেঁটে যেতে হবে হবে।
আরেক যাত্রী হুয়ায়ুন বিন কাসেম বলেন, ‘আমার অফিস ফার্মগেটে। মিরপুর-১১ থেকে আসতে দুইটা বাস বদলাতে হয়েছে। দুই ঘণ্টা লেগেছে পৌঁছাতে।’
দিলারা হেনা নামে এক যাত্রী বলেন, ‘আমার বাসা মিরপুর-২ নম্বরে। কারওয়ান বাজারে আসতে দেড় ঘণ্টা লেগেছে। রাস্তা পুরো জ্যামে ভরা।’
তেজগাঁওয়ের পোশাককর্মী শফিকুর রহমান বলেন, ‘সাধারণত ৯টার আগেই অফিসে পৌঁছে যাই। আজ ১০টা পেরিয়ে ১১টা, এখনো রাস্তায় আছি। কোনো বাস থামছে না, সবগুলোই ভরা।’
গতকাল (রোববার, ২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা যাচাই ও ট্রায়াল রান শেষে আজ বেলা ১১টায় পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করে ডিএমটিসিএল।
নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালি...
নিউজ ডেস্কঃ ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার...
নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায়...
নিউজ ডেস্কঃ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণি...

মন্তব্য (০)