• লিড নিউজ
  • জাতীয়

‎জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আর্থিক ও কারিগরি সহায়তা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক কারিগরি ও আর্থিক সহায়তা অপরিহার্য।

‎তিনি বলেন, বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে প্রশাসনের ভেতরে গবেষণা, নীতি প্রণয়ন ও অ্যাকশন প্ল্যান তৈরি জরুরি। ১০০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও এর বাস্তবায়নে এখনও ঘাটতি রয়েছে।

‎রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে ‘দ্য ড্রাফট পজিশন পেপার ফর কপ-৩০’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা আরও বলেন, জলবায়ু আলোচনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ, ভুটান ও নেপালকে নিয়ে একটি কার্যকর গ্রুপ গঠন করা গেলে তা হবে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। পরিকল্পিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও যৌথ উদ্যোগ জলবায়ু কূটনীতিকে আরও শক্তিশালী করবে।

‎তিনি বলেন, “বাংলাদেশ অনেক কিছু শিখেছে, তবে ক্লাইমেট জাস্টিস, ফান্ডিং, প্রজেকশন এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আরও সক্রিয় হতে হবে। প্রতিবাদ ও ভালোবাসা থাকলেও বাস্তবায়নের ঘাটতি রয়ে গেছে। এখন সমন্বিত উদ্যোগই একমাত্র পথ।”

‎কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন উইং) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, যুগ্ম সচিব ধরিত্রী কুমার সরকার এবং পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী।

‎অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় দেশের জলবায়ু বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্টরা অংশ নেন। তাঁরা আসন্ন কপ-৩০ সম্মেলনে বাংলাদেশের পক্ষে আরও জোরালো ও কৌশলগত অবস্থান উপস্থাপনের আহ্বান জানান।

‎এর আগে উপদেষ্টা রাজধানীর ইস্কাটন গার্ডেনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কার্যালয়ে “বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রি : ড্রাইভিং সাস্টেইনেবিলিটি, সেইসমিক রেজিলিয়েন্স অ্যান্ড অ্যাডভান্সড রিফাইনড স্টিল ফর ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন।

‎পরে তিনি আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি)-এর কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি ড. আইআর ভ্যালেন্টাইন একনেকহোর সঙ্গে বৈঠক করেন।

মন্তব্য (০)





image

‎আসছে ঘূর্ণিঝড়, যেমন থাকবে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণ...

image

‎দেশে প্রথমবার সফলভাবে ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ ব্যাটারি প...

নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় ...

image

উত্তরা-মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক, বন্ধ থাকায় সড়কে চাপ

নিউজ ডেস্কঃ গতকাল সকালে ফার্মগেটের মেট্রো স্টেশন থেকে বিয়ারি...

image

‎টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছেন না জুলাই যোদ্ধারা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অ...

image

‎ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আ...

  • company_logo