• রাজনীতি

নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা, সেনাবাহিনীর বিচারপ্রক্রিয়া ভিন্ন খাতে: ফুয়াদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো:অনেক উপদেষ্টাদের তাদের কর্মকাণ্ডের জন্য জেলে যাওয়া লাগতে পারে”এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থদের দায় এড়ানো যায় না, আর এই ব্যর্থতার দায়ে শীর্ষে রয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ।
তিনি বলেন,“স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন সময়ে জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। দেশের জনগণ এখন উদ্বিগ্ন- নির্বাচন কমিশনের চেয়ে বেশি অনাস্থা এখন নিরাপত্তা ব্যবস্থার ওপর।প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে সুষ্ঠু ভোট কখনোই সম্ভব নয়।”ব্যারিস্টার ফুয়াদ আরও অভিযোগ করেন,“স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা রাষ্ট্রীয় ন্যায়বিচারের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হতে পারে আইনের শাসন যদি প্রভাবশালীদের হাতে বন্দি হয়ে পড়ে, তবে সাধারণ মানুষের ন্যায়বিচার আর থাকবে না।”

তিনি বলেন,“অপরাধের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা, ব্যবসায়ী কিংবা অন্য কেউ সবাইকে সমান আইনের মুখোমুখি হতে হবে।কিন্তু বর্তমানে কিছু প্রভাবশালী অপরাধীকে জেলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা এক ধরনের বৈষম্য এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী।”

ফুয়াদ দাবি করেন, এবি পার্টি জনগণের অধিকারের রাজনীতি করে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য সম অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন,“আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আইন সবার জন্য সমান হবে— অপরাধীর পরিচয় নয়, অপরাধই হবে বিচারযোগ্য।”

সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান মাহবুব, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক। তারা বলেন, এবি পার্টি দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে চায়, কিন্তু ক্ষমতাসীনদের পক্ষপাতমূলক প্রশাসনিক আচরণ গণতন্ত্রের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আমরা রাজনীতি করি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। যারা দুর্নীতিকে ঢাল বানিয়ে ক্ষমতায় থাকতে চায়, তাদের সময় শেষ হয়ে এসেছে। জনগণ এখন পরিবর্তন ও জবাবদিহিতা চায়।”
তিনি আরও যোগ করেন, “রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ না করলে আগামী নির্বাচনও বিতর্কিত হয়ে পড়বে। এবি পার্টি চায় একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।”

শেষে ব্যারিস্টার ফুয়াদ সকল নাগরিককে আহ্বান জানান- ন্যায়বিচার, জবাবদিহিতা ও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।সভায় এবি পার্টির রংপুর মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার: নাহিদ

নিউজ ডেস্ক : এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার। অন্তর্বর্তী...

image

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় ...

image

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

নিউজ ডেস্ক : রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউন...

image

‎বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের...

image

উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২ শতাংশ সুদে ক্ষুদ্র ...

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

  • company_logo